জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদের এক বছর পূর্তিতে ছিল কড়া নিরাপত্তা। তারই মাঝে আবারও সন্ত্রাসবাদীদের গুলিতে মৃত্যু হল এক বিজেপি নেতার। এই নিয়ে সাম্প্রতিক অতীতে জম্মু ও কাশ্মীরের ৪ জন বিজেপি নেতাকে খুন করল সন্ত্রাসবাদীরা। শেষ হামলাটি হয়েছিল মাত্র ৪৮ ঘণ্টা আগেই।
মৃত সজদ আহমেদ কাশ্মীরের কুলগাঁও জেলার বিজেপি সংগঠনের সহ-সভাপতি ছিলেন। শ্রীনগর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে কুলগাঁওতেই তাঁর বাড়ি। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে সেখানেই তাকে গুলি করে হত্যা করা হয়। এখনও কোনও জঙ্গী সংগঠন ঘটনার দায় স্বীকার করেনি। উল্লেখ্য, কুলগাঁও থেকেই সম্প্রতি নিখোঁজ হয়েছেন এক সেনা জওয়ান। তাকে সন্ত্রাসবাদীরা অপহরণ করেছে বলে মনে করছে ভারতীয় সেনা।
চলতি সপ্তাহেই মঙ্গলবার সন্ত্রাসবাদীদের গুলিতে গুরুতর জখম হন জম্মু ও কাশ্মীরের আরেক বিজেপি নেতা আরিফ আহমেদ। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি।
গত মাসেই বিজেপি নেতা শেখ ওয়াসিম বারি এবং তার বাবা ও ভাইকে সন্ধ্যায় গুলি করে খুন করে সন্ত্রাসবাদীরা। ওয়াসিম বারি জম্মু ও কাশ্মীরের বান্দিপুর জেলা বিজেপির সভাপতি ছিলেন। নারকীয় হত্যাকাণ্ডের দায় স্বীকার করে রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি নতুন সন্ত্রাসবাদী সংগঠন। জম্মু ও কাশ্মীরের পুলিশের মতে, এটি আসলে জইশ, লস্কর-ই-তইবা এবং হিজবুল মুজাহিদিনের একটি নতুন শাখা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.