You have reached your daily news limit

Please log in to continue


চসিক প্রশাসক সুজনের দায়িত্ব গ্রহণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার সকালে নগরীর টাইগারপাসস্থ অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে বিদায়ী মেয়র আ জ ম নাছির উদ্দীনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। এ সময় তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন আ জ ম নাছির উদ্দীন। যোগদানের প্রথম দিনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি কোরআন, মিলাদ, কিয়াম ও মোনাজাতে অংশ নেন সুজন। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামশুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা সাইফুদ্দিন আহমদ, প্রধান নগর পরিকল্পনাবিদ একেএম রেজাউল করিম চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, সিটি হল চসিক আইসোলেশন সেন্টারের পরিচালক ডা. সুশান্ত বড়ুয়াসহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন