ফ্ল্যাট পুড়লেও কপাল পোড়েনি তার
মোমের আগুনে ফ্ল্যাট পুড়েছে বটে, তবে প্রেমিকার প্রত্যাখ্যানের আগুনে কপাল পোড়েনি বেচারা প্রেমিক আলবার্ট নড্রের। ঘরপোড়া প্রেমিককে তার প্রস্তাবের জবাবে ‘ইয়েস’ বলতে একটুও দ্বিধা করেনি। সানন্দে গ্রহণ করেছে তার বিয়ের প্রস্তাব।