বর্ষায় ঘরের দেয়ালে ড্যাম্প ধরেছে? করণীয় জানুন

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৬ আগস্ট ২০২০, ১৩:০৮

বর্ষাকালে অনেকের ঘরের মধ্যেই স্যাঁতস্যাঁতে একটা গন্ধ হয়। এর সঙ্গে দেয়ালে ধরে ড্যাম্প, অর্থাৎ দেয়ালের রং চটে যায় ও কালচে ছাপ পড়ে।  আপনার ঘরের দেয়ালেও কি ড্যাম্প ধরছে? বিশ্রী কালচে ছোপ পড়তে শুরু করেছে ধবধবে সাদা দেয়ালে?  তবে জেনে নিন কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন- ১. প্রথমে ঘরের দেয়ালের যেসব জায়গা থেকে ড্যাম্প ছড়াচ্ছে তা চিহ্নিত করুন।


  ২. অনেক সময় দীর্ঘদিন দেয়ালের কোনো অংশ জুড়ে ক্রমাগত পানি চুঁইয়ে পড়ার কারণে ভিজে থাকে। ফলে দেয়ালের ওই ভেজা অংশ থেকেই ড্যাম্প ছড়াতে থাকে। এজন্য ঘরের দেয়ালে পানি চুঁইয়ে পড়ার কারণ খুঁজে বের করে  সেই সমস্যার সমাধান করুন। ২. ঘরের ভেন্টিলেশনের দিকে নজর রাখুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও