পেন্ডেমিক বিশ্বে কালের পেন্ডুলামের টিক টিক ধ্বনি শত বিপত্তির মুখেও নিত্য সম্মুখে অগ্রসরমান। থেমে নেই মুখর জীবনের আহ্বান। বিপর্যস্ত-বিপন্ন মানব সম্প্রদায় করোনাকালের মৃত্যুভয়কে সঙ্গে নিয়েই মনোজাগতিক জটিল পরিবর্তিত পরিস্থিতির মাঝেই...