
চার ফুটবলার করোনায় আক্রান্ত
ইত্তেফাক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২০, ০০:৫২
৩৬ জন ফুটবলার তিন ভাগে, তিন দিনে প্রাথমিক ক্যাম্পে যোগ দেবেন গাজীপুরে একটি রিসোর্টে। এভাবেই পরিকল্পনা করা হয়েছিল। তার আগে প্রমাণ দিতে হবে করোনায় আক্রান্ত নন, এমন সনদ দেখাতে হবে। আজ প্রথম দিনে ১২ জন ফুটবলারের ক্যাম্পে যোগ দেওয়ার কথা থাকলেও যোগ দিচ্ছেন ৮ ফুটবলার। এবার করোনা হানা দিয়েছে জাতীয় ফুটবলারদের ঘরে। এটি দেশের ফুটবলে প্রথম ঘটনা। ৪ ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন। এরা হলেন বসুন্ধরার বিশ্বনাথ, উত্তর বারীধারার সুমন, পুলিশের বাবলু ও রাসেল।