![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F08%2F05%2Fyvyfjs6c.jpg%3Fitok%3DccDAFGr9)
সিলেটে বোমা সন্দেহে মোটরসাইকেল ঘিরে রেখেছে পুলিশ
সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় রাস্তার পাশে পার্কিং করা পুলিশের একটি মোটরসাইকেলে বোমা রয়েছে এমন সন্দেহে সেই জায়গাটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) আজ বুধবার রাত ৮টার দিকে ওই এলাকায় অবস্থান নেয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (ডিসি) ফয়সাল আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চৌহাট্টা এলাকায় ট্রাফিক সার্জেন্ট চয়ন নাইডুর মোটরসাইকেল পার্ক করা ছিল। সেখানে কয়েকজন পথচারী তাঁর মোটরসাইকেলে বোমার মতো কিছু দেখতে পায়। পরে তারা পুলিশকে জানায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ওই জায়গাটি ঘিরে রেখেছে।’ ডিসি ফয়সাল আরো জানান, বোমা নিষ্ক্রিয় করতে সংশ্লিষ্ট টি
- ট্যাগ:
- বাংলাদেশ
- মোটরসাইকেল
- পুলিশ
- বোমা সদৃশ বস্তু