ঈদের ১৪ দিন পর করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে পারে : বিশেষজ্ঞদের আশঙ্কা
কোরবানির ঈদের সময় স্বাস্থ্য বিধি না মেনে পশুর হাটে ঘোরাফেরা করায় আবারও ধীরে ধীরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ঈদের ১৪ দিন পর শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। তাই এখনই কারও জ্বর ও গলাব্যথা হলে দ্রুত আইসোলেশনে নেয়া দরকার। রাজধানীসহ দেশের সিটি করপোরেশন এলাকায় এখন রোগী বাড়বে। কমবে না। তাই শহরগুলোতে সর্বশক্তি নিয়োগ করে টেস্ট বাড়ানো দরকার। অন্যথায় পরিস্থিতির অবনতি হতে পারে। বিশেজ্ঞদের মতে, স্বাস্থ্য বিধি না মেনে গবাদি পশুর হাট থেকে গরু-ছাগল কম দামে কিংবা বেশি দামে কিনে অনেকেই ব্যক্তিগতভাবে লাভবান হলেও আতঙ্ক তৈরি হয়েছে। এতে করোনা রোগীর সংখ্যা বাড়লে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ এ মহামারীর জন্য নিষিদ্ধ ভ্রমণ তালিকায় থাকবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.