কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ করার বর্ষপূর্তিতে কাশ্মীরি তরুণরা হতাশা

ভয়েস অব আমেরিকা (আমেরিকা) জম্মু ও কাশ্মীর প্রকাশিত: ০৫ আগস্ট ২০২০, ২২:১৪

ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির তাবড় তাবড় ব্যক্তি ও হিন্দুত্ববাদী সংগঠনগুলো যখন অযোধ্যায় রাম মন্দির নির্মাণের সূচনা ও ভূমি পূজা নিয়ে ব্যস্ত, আজ সেই দিনেই ভারতের সংবিধানে কাশ্মীরের বিশেষ মর্যাদাসূচক ৩৭০ ধারা লোপ করার বর্ষপূর্তি হল। একই সঙ্গে এই দিনে জম্মু ও কাশ্মীরকে রাজ্য হিসেবে না রেখে একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছিল, আর লাদাখকে বিচ্ছিন্ন করে আর একটি কেন্দ্রশাসিত অঞ্চলের সৃষ্টি হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ গত বছর এই দিনে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, কাশ্মীরের ৩৭০ ধারা রাজ্যের উন্নতির জন্য বাধা সৃষ্টি করছে। এই ধারা লোপ পেলে দেশের মূল ধারার সঙ্গে কাশ্মীর যুক্ত হতে পারবে এবং কাশ্মীরের উন্নতি হবে। ছবিটা কী দাঁড়িয়েছে এক বছর পরে? অতি সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছিলেন যে এক বছরে কাশ্মীরে জঙ্গিপনা কমেছে, পাথর ছোঁড়া কমেছে এবং সেখানে শান্তি বিরাজ করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও