বৈরুতে ভ্রাম্যমাণ হাসপাতাল বানাচ্ছে ইরান, পাঠানো হচ্ছে খাদ্য-ওষুধ
লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১০০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও চার হাজারের বেশি মানুষ। ওই ভয়াবহ বিস্ফোরণের পর ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকা থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে, বৈরুতে এই বিপর্যয়ের পর বিভিন্ন দেশ লেবাননের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। এমন ভয়াবহ পরিস্থিতিতে লেবাননকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান কারিম হেম্মাতি জানিয়েছেন, বৈরুতে প্রথম ধাপে দুই হাজার প্যাকেট খাবারের পাশাপাশি ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় নয় টন ওজনের খাবারের প্যাকেট পাঠানো হবে।