![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/08/05/7aa66b71415a8baf17424b1b41a3e1a8-5f2aa707ee6c4.jpg?jadewits_media_id=1551878)
আর ফুটপাতে জুতা সেলাই করতে হবে না সবিতার
সবিতা দাসকে নতুন দোকানঘর আর জুতা-স্যান্ডেল দিয়ে পুনর্বাসিত করেছেন তরুণ ব্যবসায়ী ছবির হোসেন। বুধবার সকাল ১০টায় ঝালকাঠি সদর উপজেলার চামটা বাজারে সবিতার হাতে দোকানের দলিল ও চাবি তুলে দেন তিনি। পরে কিনি ফুটপাত থেকে উঠে এসে ওই দোকানঘরে কার্যক্রম শুরু করেন।