You have reached your daily news limit

Please log in to continue


প্রভু রাম বহু বছর তাঁবুতে কাটিয়েছেন, এবার মন্দিরে থাকবেন : মোদি

ভারতের অযোধ্যায় রামমন্দিরের ভূমিপূজা অনুষ্ঠানে এসে ‘সিয়াবর রামচন্দ্র কি জয়’ ও ‘জয় শ্রী রাম’ স্লোগান দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাবরি মসজিদের বিতর্কিত স্থানে রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মোদি বলেন, ‘বহু বছর ধরে তাঁবুতে থাকতে হয়েছে প্রভু রামকে। এখন থেকে উনি এই মহামন্দিরে থাকবেন। রামভক্তদের তৈরি করা এই মন্দিরই রামজন্মভূমিকে উন্মুক্ত করল।’ মোদি আরো বলেন, ‘রাম সবার, রাম সবার মধ্যেই। প্রত্যেক জায়গায় ভিন্ন অবতারে প্রভু রামকে খুঁজে পাওয়া যাবে। প্রত্যেক চরিত্র রামের সঙ্গে সমার্থক। যাকে আমরা এককথায় ভারত বলি।’ এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, ১৯৯০ সালে রামমন্দির আন্দোলনের অন্যতম উদ্যোক্তা ছিলে
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন