শেখ কামাল বেঁচে থাকলে আমরা বিশ্ব পর্যায়ে খেলতাম: কাজী সালাউদ্দিন
স্বাধীন বাংলাদেশে নতুন এক ক্লাবের জন্ম হলো। ১৯৭২ সালে দেশের প্রথম সেই আধুনিক ক্লাবের নাম হলো আবাহনী ক্রীড়া চক্র। যার প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামাল। তার হাত ধরেই দেশের ক্রীড়াঙ্গনে বলতে গেলে বিপ্লব ঘটেছে এরপর। মাত্র চার বছরে আবাহনী ক্লাব জায়গা করে নেয় দেশের সমর্থকদের হৃদয়ে! এর রেশ ছিল জাতীয় পর্যায়েও। তখন বিশেষ করে ফুটবল ছিল সবচেয়ে জনপ্রিয় খেলা।
কীভাবে ফুটবলে আধুনিকতার ছোঁয়া আনা যায়, সেই ভাবনা থেকে দেশের ক্লাব ফুটবলে প্রথম বিদেশি কোচ আসে আবাহনীতে। আইরিশ কোচ বিল হার্টের কোচিংয়ে ছন্দময় ফুটবলে আবাহনীর তখন ঈর্ষণীয় সাফল্য।শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকীতে এসে বন্ধু বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন এখনও তাই আক্ষেপ করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.