![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/08/04/india-kashmir-040820-01.jpg/ALTERNATES/w640/india-kashmir-040820-01.jpg)
৩৭০ ধারা বাতিলের একবছর, কাশ্মীরে কারফিউ
কাশ্মীরে বিশেষ মর্যাদা বাতিলের একবছর পূর্তির দিন ৫ অগাস্টকে কয়েকটি গোষ্ঠীর ‘কালো দিবস’ হিসাবে পালনের পরিকল্পনাকে ঘিরে উত্তেজনার প্রেক্ষাপটে সেখানে কারফিউ জারি করেছে প্রশাসন।মঙ্গল এবং বুধবার দুইদিন এ কারফিউ বলবৎ থাকবে ভারত-শাসিত কাশ্মীরে। ‘কালো দিবস’ পালনকালে কোনওরকম সহিংসতা ঠেকাতে কারফিউ জারি করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।