![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2020/Aug/04/1596550733299.jpg&width=600&height=315&top=271)
ক্রেতা না পেয়ে কোরবানির পশুর চামড়া ফেলে দিলো গ্রামবাসী
মৌলভীবাজার সদর উপজেলা ও জেলার বিভিন্ন গ্রাম এলাকায় কোরবানির পশুর চামড়া কোনও ফড়িয়া কিনতে না আসায় বাধ্য হয়ে মাটিতে পুঁতে ফেলেছেন। জেলার গ্রামাঞ্চলের প্রায় সর্বত্রই একই তথ্য পাওয়া গেছে।
যুগ যুগ ধরে কোরবানির পশুর চামড়ার বিক্রির টাকা সাধারণত গরীব এতিমদের মধ্যে বিতরণ করা হয়ে থাকে। শহরে পশুর চামড়া বিক্রি করতে পারলেও জেলার গ্রামাঞ্চলের অধিকাংশ কোরবানির পশুর চামড়া কেউই বিক্রি করতে পারেননি।