শখের বশে অথবা ভালোবেসে অনেকেই অনেক প্রাণী পুষে থাকেন। খুব কম হলেও সাপও পুষতে দেখা যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের ১৪ বছর বয়সী কিশোরী চালওয়া ইসমাহ কামালের পোষ্য হলো অজগর। একটি-দুটি নয়, দৈত্যাকৃতি ছয়টি অজগর। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায় সাপগুলোর সঙ্গে তার ঘনিষ্ঠতা। একত্রে ছয়টি বৃহদাকৃতির অজগর দেখলে পালিয়ে প্রাণ বাঁচানোর কথাই মনে হবে প্রথমে। কারণ চোখের পলকে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে চোখের পলকে গিলে খেতে পারে একটি অজগর। কিন্তু ভিডিওতে দেখা যায়, চালওয়া ইসমাহ নিজের নিরাপত্তা নিয়ে মোটেই চিন্তিত নয়। নিশ্চিন্ত মনে সাপগুলোর সঙ্গে সময় কাটাচ্ছে সে। ইন্দোনেশিয়
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.