করোনা-ভয়ের চেয়ে বড় হয়ে উঠেছে কর্মস্থলে ফেরা
সময় টিভি
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২০, ১৩:৩৭
ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল নেমেছে। তবে সড়কের চেয়ে নৌপথে যাত্রীচাপ বেশি। করোনার তোয়াক্কা না করে মানুষ যেভাবে বাড়ি গেছেন, তেমনি ফিরতি পথেও স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। পরিবহন সংশ্লিষ্টরাও মানছেন না নির্দেশনা। মহামারীর ভয়ের চেয়ে বড় হয়ে উঠেছে কর্মস্থলে ফেরা। ফেরিতে বা লঞ্চে, তিলধারণের ঠাঁই নেই।
তারওপর পদ্মায় তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। তাই ঘাটে ক্রমেই দীর্ঘ হয়ে উঠছে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের সারি। যাত্রীবাহী যানবাহনগুলো আগে যেতে দেয়ায় পণ্যবাহী পরিবহনগুলোর অপেক্ষা ছাড়িয়ে যাচ্ছেন দিনের পর দিন। সময় বাঁচাতে অনেকেই ঝুঁকি নিয়ে উঠে বসছেন লঞ্চে বা স্পিডবোটে।