সীমান্ত ঘেঁষে বিতর্কিত স্থানে হেলিপ্যাড বানাচ্ছে নেপাল, চাপে ভারত
ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে নেপাল সরকার বিহার রাজ্যের পশ্চিম চম্পারন জেলা বরাবর ইন্দো-নেপাল সীমান্তে একটি বিতর্কিত স্থানে হেলিপ্যাড তৈরির পরিকল্পনা করছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে। কর্মকর্তারা বলছেন, নেপালের প্রস্তাবিত ওই হেলিপ্যাড পশ্চিম চম্পারন জেলার বাল্মিকী টাইগার রিজার্ভের (ভিটিআর) কাছে সশস্ত্র সীমাবলের (এসএসবি) থারি সীমান্তের ফাঁড়ি থেকে কিছুটা দূরে নরসাহি গ্রামে গড়ে তোলা হচ্ছে। সশস্ত্র সীমাবলের ব্যাটালিয়ন কমান্ড্যান্ট রাজেন্দ্র ভরদ্বাজ বলেন, ‘আমাদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী, নেপাল ইন্দো-নেপাল সীমান্তের বিতর্কিত স্থান নরসাহি গ্রামে একটি হেলিপ্যাড তৈ
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সীমান্ত
- হেলিপ্যাড