![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/04/20/14693fa7de7919c82bc71ddf48034930-5cba97e6113c5.png?jadewits_media_id=1433216)
পানিতে ডুবে ছিল কলেজছাত্রের রক্তাক্ত লাশ
রাজশাহীর বাগমারায় গতকাল সোমবার দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত এক কলেজছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আহত তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও অপরজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আহত একজনের জ্ঞান ফিরলে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পানির নিচ থেকে রক্তাক্ত অবস্থায় কলেজছাত্র আবু রায়হানকে (২০) উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- লাশ উদ্ধার
- কলেজ ছাত্র