মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে দেশের ওপর দিয়ে। গরমে নাবিশ্বাস অবস্থা মানুষের। তবে এ অবস্থা থেকে শিগগিরই মিলছে না মুক্তি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ওপর দিয়ে বয়ে চলা মৃদু তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য প্রযোজ্য বুলেটিনে এ তথ্য জানায় অধিদপ্তর। বুলেটিনে বলা হয়, সীতাকুণ্ডু, সন্দ্বীপ, রাঙ্গামাটি, ফেনী, চাঁদপুর, মাঈজদীকোর্ট অঞ্চলসহ রাজশাহী রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.