কারও নির্দেশে ফরজ বিধান অমান্য করা যাবে কি?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২০, ০৮:৩৪
পরিবার সমাজ কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে এমন অনেক ঘটনা ঘটতে দেখা যায় যে, দ্বীনের ফরজ বিধান পালনে বাধা দেয়া হয়। হতে পারে তা নারীদের পর্দা ও ধর্ম-কর্মসহ ফরজ বিধান পালনে বাধা। তাহলে ফরজ বিধান থেকে বিরত থাকতে কারও আনুগত্য করা যাবে কি? এসব নির্দেশ পালনে ইসলামের হুকুম কি?