You have reached your daily news limit

Please log in to continue


মোদীকে নিয়েই চিন্তা অযোধ্যার

উৎসবের আবহেও চাপা উৎকণ্ঠা। উৎসাহের স্রোতেও বুদবুদ উদ্বেগের। অযোধ্যার অলি-গলিতে কান পাতলে প্রশ্ন— বুধবার শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী আসবেন তো? উত্তরপ্রদেশের প্রশাসনিক কর্তাদের দম ফেলার ফুরসত নেই। বুধবার নরেন্দ্র মোদী-সহ ভিভিআইপি-রা আসছেন ধরে নিয়েই মন্দির-শহর অযোধ্যাকে মুড়ে ফেলা হচ্ছে নিশ্ছিদ্র নিরাপত্তায়। রাস্তাঘাট জীবাণুমুক্ত করা থেকে আমন্ত্রণপত্র পাঠানোর কাজ, প্রায় সারা। সোমবার প্রস্তুতি খতিয়ে দেখতে অযোধ্যা এসেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। কিন্তু ‘যাঁর জন্য’ এত অপেক্ষা আর আয়োজন, সেই মোদী শেষমেশ রামমন্দিরের শিলান্যাসে আসবেন কি না, সেই জিজ্ঞাসা মুখে মুখে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন