ব্যাট ও বলের অনুশীলন বন্ধ ঠিকই, কিন্তু করোনার মধ্যেও ক্রিকেটারদের সাথে গরপড়তা সপ্তাহে একবার করে গ্রুপ চ্যাট চালিয়ে যাচ্ছেন জাতীয় দলের কোচিং স্টাফরা। হেড কোচ রাসেল ডোমিঙ্গো, ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি, স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেটোরি, পেস বোলিং কোচ অটিস গিবসনসহ অন্যান্য ভিনদেশি কোচদের সাথে জুমে গ্রুপ চ্যাটে মত বিনিময় করছেন তামিম, মুশফিক, রিয়াদ, মুমিনুলরা।