দীর্ঘ ফিল্মি কেরিয়ারে এর আগে কোনওদিনই এমনটা করেননি তিনি। অথচ এই প্রথম বার তাই করলেন অভিনেতা অক্ষয় কুমার। শুধু যে করলেন তাই নয়, নিজেই টুইট করে ভক্তদের জানালেন সে কথা। কী করলেন অক্ষয়?
রাখীবন্ধনের দিন যখন সারা দেশ বাড়িতেই উৎসব পালনে মেতেছেন ঠিক তখনই আজ সকালে নিজের টুইটারে অক্ষয়ের একটি পোস্ট।তাতেলেখা, “আসছে ‘রক্ষাবন্ধন’’। তাঁর আগামী ছবির নাম ‘রক্ষাবন্ধন’। ভাবছেন তো, ছবি সই করা থেকে ফার্স্ট লুক শেয়ার…এর মধ্যে প্রত্যেকটি কাজই তো আগে বহুবার করেছেন অক্ষয়, এতে নতুন কী?
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.