পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে মুক্তি পেল বিশেষ নাটক ‘টাকাটা কই?’ গতকাল রোববার রাতে গানের ডালি ড্রামা ইউটিউব চ্যানেলে নাটকটি অবমুক্ত করা হয়। ডেকো হানি ও কালো জিরা নিবেদিত বিশেষ এ নাটকটি পরিচালনা করেছেন এ কে পরাগ ও ভাস্কর জনি। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, তৌফিক আহমেদ, সারিকা সাবা, সারাহ আলম, অদিত রহমান, মুকিত জাকারিয়া। নাটকটি প্রযোজনা করেছে ফ্যাটম্যান ফিল্মস, প্রযোজক সৈয়দ দিলীপ। নাটকের থিম সং ‘মন করলা তুমি চুরি’ গেয়েছেন কণ্ঠশিল্পী দোলা রহমান ও প্রতীক হাসান। আজ সোমবার বিকেলে এনটিভি অনলাইনকে দোলা রহমান জানান, গানটি মিউজিক ভিডিও আকারে খুব দ্রুত মুক্তি দে
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.