খাদ্যে বিষক্রিয়ায় খুবির শিক্ষক দম্পতির ছেলের মৃত্যু

বণিক বার্তা খুলনা বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ০৩ আগস্ট ২০২০, ১৮:১৭

খুলনায় খাদ্যে বিষক্রিয়ায় এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। অর্ক (১৮) নামের ওই তরুণ খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) ও এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম এবং একই ডিসিপ্লিনের প্রফেসর মাহতালাত আহমেদ দম্পতির ছোট ছেলে। আজ সোমবার ভোর ৪টার দিকে অর্ক স্থানীয় গাজী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই সময়ে খাবার গ্রহণে অর্কের বড় ভাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান-ও (২২) অসুস্থ হয়েছেন। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল রোববার রাতে খাওয়ার কিছু সময় পর শিক্ষক দম্পতির দুই ছেলে পেটের পীড়ায় আক্রান্ত হন। এর মধ্যে ছোট ছেলে অর্কের অবস্থা খারাপ হলে তাকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর সোয়া ৪টায় অর্ক মৃত্যুবরণ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও