একসঙ্গে ছিলাম বলে করোনা-কালেও নতুন ছবিতে ঐন্দ্রিলাকে চুমু খাওয়া সহজ হবে: অঙ্কুশ
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২০, ১৬:১৮
বন্ধুত্ব আর প্রেমের সম্পর্কের দশ বছর। একসঙ্গে ছবিতে নায়ক-নায়িকা হয়ে আসতে লেগে গেল দশ বছর। রিল লাইফের অঙ্কুশ-ঐন্দ্রিলা এ বার বড় পর্দায় রাজা চন্দের ছবিতে। সোমবার হয়ে গেল ছবির মহরত। এই অতিমারির কালে মহরত থেকে আনন্দবাজার ডিজিটালকে বললেন ঐন্দ্রিলা, ‘‘মহরতের পুজো দেখে সরস্বতী পুজোর কথা মনে হচ্ছে। মাস্ক পরেও আজ অনেক দিন পরে সেজেছি।