![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/photo/msid-77329487/pic.jpg)
কাজিরাঙায় উদ্ধার ৩ দিনের একাকী গণ্ডার শাবক, চলছে মায়ের খোঁজ
nation: অসমের ভয়াবহ বন্যায় জলের নীচে কাজিরাঙা ন্যাশনাল পার্ক। কাজিরাঙা থেকে একটি তিন বছরের ছোট্ট গণ্ডার শাবককে উদ্ধার করলেন বনকর্মীরা। শাবকটির মায়ের খোঁজ করা হচ্ছে। এখনও পর্যন্ত অসমের বন্যায় কাজিরাঙায় মৃত্যু হয়েছে ১৬টি গণ্ডারের।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বন্যা পরিস্থিতি
- গণ্ডার
- শাবক