![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2020/08/online/facebook-thumbnails/u-samakal-5f27a533dd89f.jpg)
এক সঙ্গে উচ্চমাধ্যমিক পাস করল পুরো পরিবার
বাপ-মা আর ছেলে। তিন জনেই একই বছরে আইএ পাস! ব্যাপারটা অবাক করার মতো, কিন্তু ঘটনা সত্য। পুরো পরিবারের প্রতিটি সদস্যের জন্য আনন্দময় এ ঘটনা ঘটেছে ভারতের কেরালায়। গর্বিত এই মানুষগুলো হচ্ছেন মোহাম্মদ মুস্তফা, তার স্ত্রী নুসাইবা ও ছেলে শামস।