অমিত করোনায় আক্রান্ত হওয়ার পর রাজ্য-রাজনীতিতে তুঙ্গে সতর্কতা
করোনা আক্রান্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষজ্ঞরা অবশ্য আগেভাগেই বলছিলেন, সংক্রমণ বাড়বে ঠিকই, তা থেকে বাঁচার একমাত্র উপায় সতর্কতা। আবার করোনা সংক্রমণ বাড়ছে বলে থেমে থাকবে না প্রশাসনিক ও রাজনৈতিক কাজকর্মও। রাজনৈতিক ও প্রশাসনিক ভবনগুলিতে নিয়ম করে স্যানিটাইজেশন তো করাই হচ্ছে, পাশাপাশি উপসর্গহীন হলেও করোনা আক্রান্ত হয়েছেন কি না, জানতে অনেকে নিজেরাও পরীক্ষা করিয়ে নিচ্ছেন। রাজ্য বিজেপির অন্দরের টানাপোড়েন এবং বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গত সাত দিনে দু'বার পশ্চিমবঙ্গের কয়েকজন বিজেপি সাংসদের সঙ্গে বৈঠক করেছেন অমিত শাহ। তাই তিনি আক্রান্ত হওয়ার খবর আসতেই স্বেচ্ছায় কোয়ারান্টিনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এ রাজ্যের একঝাঁক বিজেপি সাংসদ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.