মানিকগঞ্জের সাটুরিয়ার খামারী ইতি আক্তারের গরু 'ভাগ্যরাজ' গত দুই কোরবানি ঈদজুড়েই আলোচনায় এসেছে। ২০১৯ সালের ঈদুল আজহায় অবিক্রিত অবস্থায় থাকলেও এবার প্রায় ১৪ লাখ টাকায় বিক্রি হয়েছে প্রায় ৫২ মণ ওজনের বিরাটাকায় গরু 'ভাগ্যরাজ'।
রাজধানীর মিরপুরে আতিয়ার রহমান নামের একজন ব্যবসায়ী গরুটি তার পরিবারের জন্য কিনেছেন। সোমবার (৩ আগস্ট) সকাল আটটায় কোরবানি করা হবে ভাগ্যরাজকে। আতিয়ার রহমানের কন্যা পুষ্প রহমান সময়নিউজকে জানান, আমরা নয় বোন এবং এক ভাই। আমার একমাত্র ভাই এইবার আমার বাবাকে (আতিয়ার রহমান) অন্যান্যবারের চাইতে বড় গরু কোরবানি করার অনুরোধ করেন। আমরা এর আগে ৮/৯ মণ ওজনের গরুই কিনতাম। তবে এইবার আমার ভাইরের অনুরোধে একটু বড় কিনতে রাজি হন আমার বাবা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.