আরব বিশ্বে প্রথম পরমাণু বিদ্যুৎ স্থাপনা চালু করল আমিরাত
তেলসমৃদ্ধ সংযুক্ত আরব আমিরাত পরমাণু বিদ্যুৎ স্থাপনা চালু করেছে। শনিবার (১ আগস্ট) দেশটি ঘোষণা করেছে যে, তারা বারাকা পরমাণু বিদ্যুৎ স্থাপনা চালু করেছে, যা আরব বিশ্বে প্রথম পরমাণু বিদ্যুৎ স্থাপনা।আল জাজিরার খবরে বলা হয়, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি হামাদ আলকাবি টুইটার পোস্টে জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের বারাকা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রথম পরমাণু চুল্লি সফলতার সঙ্গে চালু হয়েছে।