You have reached your daily news limit

Please log in to continue


পুরুষদের আধিপত্য ভাঙতে মরক্কোর নারী র‍্যাপার

মরক্কোর তেতোয়ানে এক বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করেছেন ২৪ বছর বয়সী হুদা আবুস৷ দীর্ঘদিন ধরে হিপ-হপের ফ্যান আব্দুস বন্ধুদের উৎসাহে হাতে তুলে নিয়েছেন মাইক্রোফোন, নিজেই শুরু করেছেন নানা পারফরম্যান্স৷জানুয়ারিতে ‘হোর্স সিরি’ নামের একটি গানে মরক্কোর তিন বিখ্যাত র‍্যাপ স্টার এলগ্রান্দে তোতো, ডন বিগ এবং ড্রাগানভ এর সঙ্গে পারফরম করেন৷ এই গানের ভিডিও ইউটিউবে দেখা হয়েছে দেড় কোটি বারেরও বেশি৷ উত্তর আফ্রিকার দেশটিতে র‍্যাপের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে, এটিই এর প্রমাণ৷ অনুপ্রাণিত হয়ে আবুস একা পারফরম করার চ্যালেঞ্জ নেন৷ ফেব্রুয়ারিতে ‘কিক অফ' নামের গানে প্রথম একক পারফরম করেন তিনি৷
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন