You have reached your daily news limit

Please log in to continue


ফেনীতে ১৫ মামলার আসামির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ডাকাতি, অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একাধিক মামলার আসামি গোলাগুলিতে নিহত হয়েছেন। পুলিশের ভাষ্যমতে, দুই দল ডাকাতের মধ্যে মালামাল ভাগাভাগি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে ওই আসামি নিহত হয়েছেন। পুলিশ উপজেলার পাঠাননগর ইউনিয়নের পশ্চিম শিলুয়া গ্রামের গজারিয়া রাস্তার মাথা নামক স্থানে থেকে গতকাল শনিবার মধ্যরাতে আসামিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম মো. কামরুল ওরফে গুনাই কামরুল (৩২)। তিনি ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পূর্ব হরিপুরের মো. হানিফের ছেলে। কামরুলের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন