কলকাতায় ফের খোলা পড়ে পিপিই কিট, কোভিড-বর্জ্য
পরিত্যক্ত পিপিই কিট ও করোনা-বর্জ্য নিয়ে ফের সাধারণ মানুষের বিক্ষোভ। যা থামাতে শনিবার যেতে হল পুলিশকে। ক্যানাল সার্কুলার রোডের পর এ বার বেহালা চৌরাস্তায়। এলাকার মানুষের অভিযোগ, কিছু দিন ধরেই স্থানীয় একটি নার্সিংহোম থেকে ব্যবহৃত পিপিই কিট, গ্লাভ্স, মাস্ক ও কোভিড-বর্জ্য রাস্তায় ফেলা হচ্ছে। বার বার বলা সত্ত্বেও কোনও সুরাহা মিলছে না। এ দিন দুপুরে স্থানীয় বাসিন্দারা রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ দেখান। শেষমেশ পুলিশ গিয়ে ক্ষুব্ধ লোকজনকে বুঝিয়েসুজিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সম্প্রতি ক্যানাল সার্কুলার রোডে একই কারণে রাস্তা বাঁশ দিয়ে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন এলাকার মানুষ।