ভারতের পাঞ্জাবে মদ্যপানে ৮৬ জনের মৃত্যু, ৭ শুল্ক ও ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
ভারতের পাঞ্জাব প্রদেশে বিষাক্ত মদ্যপানে কয়েকদিনে কমপক্ষে ৮৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার পুলিশ শতাধিক জায়গায় অভিযান চালিয়ে অনেক মদ জব্দ করা ছাড়াও গ্রেফতার করেছে ২৫ জনকে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধের কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এরই মধ্যে ৭ শুল্ক কর্মকর্তা ও ৬ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, রাস্তার ধারে কিংবা স্থানীয়ভাবে তৈরি ভেজাল এসব মদ্যপানে ভারতে প্রতিবছর শত শত মানুষের প্রাণহানি ঘটে। শুক্রবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ভেজাল মদ খেয়ে এত মানুষের প্রাণহানির ঘটনার একটি তদন্ত শুরু করার নির্দেশ