চন্দ্রযান-২'এর প্রজ্ঞান রোভারের খোঁজ পেলেন চেন্নাইয়ের সেই টেকি
ইসরোকে ল্যান্ডার বিক্রমের খোঁজ তিনিই দিয়েছিলেন। তাঁর কৃতিত্ব স্বীকারও করে নিয়েছিল নাসা। কিন্তু, বিক্রমের ভিতরে থাকা প্রজ্ঞান রোভারের শেষ পর্যন্ত কী পরিণতি হয়েছে, তা অজানাই ছিল। শানমুগা সুব্রহ্মণ্যন নামে চেন্নাইয়ের সেই টেকি এবার রোভারের খোঁজও দিলেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বিজ্ঞান
- খোঁজ
- চন্দ্র অভিযান