গরু কাটতে গিয়ে হাত-পা কেটে হাসপাতালে ভিড়
একটার পর একটা রোগী আসছে- কারও হাতে কোপ লেগে রক্ত ঝরছে, কারও পা কেটে গেছে ছোরা ছিটকে পড়ে। কোরবানির ঈদের দিনে এ ধরনের রোগীদের সামলাতে হিমশিম খেতে হচ্ছিল রাজধানীর পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উরহালা মারমাকে।