
মামার বাড়িতে ঈদের দাওয়াত খাওয়া হলো না স্মৃতির
লালমনিরহাটের হাতীবান্ধায় ঈদের দাওয়াত খেতে মামার বাড়িতে যাওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় স্মৃতি আক্তার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার মিলন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু স্মৃতি আক্তার জেলার কালীগঞ্জ উপজেলার চকিশাল চামটা এলাকার হাবিবুর রহমানের মেয়ে। স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে স্মৃতি তার পরিবারের সঙ্গে ঈদের দাওয়াত খেতে মামার বাড়ি মিলন বাজারে যাচ্ছিল। বাজারে তুলার মিল এলাকায় অটো থেকে নেমে ভাড়া দেওয়ার সময় একটি মোটরসাইকেল স্মৃতিকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন স্মৃতিকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস