করোনা আক্রান্ত মায়ের জমজ সন্তানকে সামলাতে এগিয়ে এলেন মুসলিম নারী
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার দমদমের বাসিন্দা এক হিন্দু নারীর শরীরে করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে। এরপরই তাকে ১৪ দিনের কোরান্টাইন সেন্টারে পাঠানো হয়। কিন্তু তার দুই সদ্য জমজ শিশু সন্তানকে কীভাবে সামলানো হবে তা ভেবেই তখন দিশেহারা অবস্থা পরিবারের অন্য সদস্যদের।
নিজের সন্তানদের কথা ভেবে অসহায় বোধ করতে থাকেন তাদের বাবাও। এমন অবস্থায় স্থানীয় আয়া সেন্টাগুলিতেও খোঁজ চালায় তাদের পরিবার। কিন্তু করোনার কথা শুনে তারা কেউই ওই পরিবারে কাজের লোক পাঠানো রাজি হয়নি।