ফের উত্তপ্ত সীমান্ত, পুঞ্চে পাক হামলায় শহিদ ১ জওয়ান
nation: অতীতেও একাধিকবার বিনাপ্ররোচনায় গোলাগুলি চালিয়ে, ভারতীয় সেনাকে ব্যস্ত রেখে, সেই সুযোগে জঙ্গি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে পাকিস্তান। এখনও সেই ধারা অব্যাহত। ভারতীয় গোয়েন্দাদের একটি রিপোর্ট বলছে, প্রায় ২০০ জঙ্গি পাক অধিকৃত কাশ্মীরে অপেক্ষা করছে। যে কোনও সময় তারা ভারতে ঢুকে উপত্যকায় হামলা চালাবে। রিপোর্ট যে ভুল নয়, সে প্রমাণ ইতিমধ্যে মিলেছে একাধিকবার।