You have reached your daily news limit

Please log in to continue


প্রতিপক্ষকে ফাঁসাতে ৮৫ বছরের বৃদ্ধাকে খুন করেছেন গেলমান: পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রতিপক্ষকে ফাঁসাতেই বৃদ্ধা রহিমা বেগমকে (৮৫) খুন করেন গেলমান ভূইয়া। হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন গেলমান। বিষয়টি নিশ্চিত করেছেন রহিমা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরির্দশক মো.কবির হোসেন। শুক্রবার বিকালে ব্র্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদ হোসাইনের আমলি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গেলমান। এরপর তাকে আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়। গত ২৬ জুলাই উপজেলার সদর ইউনিয়নের দাঁতমন্ডল গ্রামের আক্তার ভূইয়ার বসতবাড়ি সংলগ্ন ডোবায় একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ব্রাহ্মণবাড়িয়ার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোজাম্মেল হোসেন ও সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করে মর্গে পাঠান। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বাবলু ভূইয়া, আছির আলম, জানে আলম ও আছকিরকে থানায় আনা হয়। এ ঘটনায় নিহতের ছেলে জরিফ হোসেন অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন