You have reached your daily news limit

Please log in to continue


আয়া সোফিয়ায় ৮৬ বছর পর ঈদের নামাজ!

ঐতিহাসিক আয়া সোফিয়া। তুরস্কের অন্যতম স্থাপত্য নির্দশন। দীর্ঘ ৮৬ বছর পর আদায় করা হয় পবিত্র ঈদুল আজহার নামাজ। প্রত্যেক মুসল্লিকে ঈদের উপহার হিসেবে দেয়া হয় রোপ্য নির্মিত স্মরক। খবর ডেইলি সাবাহ। দেড় হাজার বছরের ইতিহাসের শুরুতে এটি ছিল গির্জা। পরে তা কিনে মসজিদের জন্য ওয়াকফ করা হয়। অতপর এটিকে জাদুঘরে পরিণত করা হয়। সবশেষে গত ২৪ জুলাই জুমআ আদায়ের মাধ্যমে এ ঐতিহাসিক স্থাপনাকে মসজিদে রূপান্তর করা হয়। আর দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় জুমআর দিন সকালে আদায় করা হয় পবিত্র ঈদুল আজহার নামাজ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন