You have reached your daily news limit

Please log in to continue


চট্টগ্রামে রোদ-বৃষ্টির খেলা : বিড়ম্বনা শেষে স্বস্তি

ভরা বর্ষার শ্রাবণ মাস পড়েছে তৃতীয় সপ্তাহে। আবহাওয়া বিভাগ বলছে, বর্ষার মৌসুমী বায়ুমালা বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয়। মেঘ-বাদল এ সময়ে আবহাওয়ায় স্বাভাবিক মতিগতি। পূর্বাভাস মতে, চলতি সপ্তাহে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বাড়তে পারে। শ্রাবণেও অনেক জায়গায় ভ্যাপসা গরম পড়ছে। পবিত্র ঈদুল আজহার দিবসের শুরুতে আজ শনিবার ভোরবেলা থেকেই চলে শ্রাবণে রোদ-বৃষ্টির খেলা। অবশেষে (সকাল সাড়ে ৮টা থেকে স্থানভেদে সাড়ে ৯টার পর) মেঘ-বাদল কেটে গিয়ে এ মুহূর্তে রোদ ঝলমল চট্টগ্রাম মহানগরী। শনিবার ভোরে চট্টগ্রামের আকাশ ঘনঘোর মেঘে ঢেকে যায়। এরপরই শুরু হয় হিমেল দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বর্ষণ। সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত কমবেশি বৃষ্টিপাত হয় অধিকাংশ এলাকায়। এ সময় ঈদ জামাতমুখী মুসল্লীদের কিছুটা বিড়ম্বনা পোহাতে হয়। বন্দরনগরীর সড়ক রাস্তাঘাট অলিগলি কাদাপানিতে সয়লাব। সকাল সাড়ে ৮টা থেকে ৯টার পর চট্টগ্রামের অনেক জায়গায় মেঘের কোলে রোদের ঝিলিক দেখা দেয়। আবার কোথাও কোথাও মেঘ-বৃষ্টির খেলা দফায় দফায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন