নতুন টাকার বাজার জমজমাট
রাত পোহালেই ঈদুল আজহা। ঈদের আনন্দে নতুন মাত্রা যোগ করে নতুন টাকা। পশু কেনার পাশাপাশি ঈদকে কেন্দ্র করে বেড়েছে নতুন টাকার বেচা-কেনা। আজ শুক্রবার রাজধানীর গুলিস্থান, সদরঘাট ও নিউমার্কেটে বিক্রি হয় নতুন টাকা। নতুন টাকার বান্ডিল সাজিয়ে ফুটপাতে বিক্রি করেন ব্যবসায়ীরা। এ ছাড়া ব্যবসায়ীরা ছেঁড়া-ফাটা নোট বদলে কিছু টাকা বাড়তি রেখে গ্রাহকদের দেন নতুন নোট। আবদুল মালেক নামের একজন ব্যবসায়ী এনটিভি অনলাইনকে বলেন, ‘সারা বছরই নতুন টাকা বিক্রি হয়। তবে ঈদ এলে বিক্রি কয়েকগুণ বেড়ে যায়। কিন্তু করোনার কারণে মানুষের হাতে টাকাপয়সা কম মনে হচ্ছে। আগের মতো আর মানুষ কিনতে আসে না। আবদুল মালেক জানান, তাঁরা বংশ পরম্পরায় টাকা