![](https://media.priyo.com/img/500x/http://www.bd-pratidin.com/assets/news_images/2020/07/31/og/194100_bangladesh_pratidin_zzzz9.jpg)
৩৩ বছর ধরে ক্লাস টেনে ফেল, পাস করিয়ে দিল করোনা!
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ৩১ জুলাই ২০২০, ১৯:৪১
৩৩ বছর ধরে ক্লাস টেনের পরীক্ষায় পাস করতে পারেননি ভারতের হায়দাবাদের মোহাম্মদ নুরুদ্দিন। কিন্তু হাল ছাড়েননি। লোকজন আশপাশ থেকে অনেকরকম কথা বলেছে। কেউ কেউ তাকে মানসিক বিকারগ্রস্থ বলতেও ছাড়েনি। তবে তার সাফ কথা, পাস না করা পর্যন্ত হাল ছাড়ছি না। শেষমেশ পাস করলেন তিনি। করোনাই পাস করিয়ে দিল তাকে। সংবাদসংস্থা