গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে এডিবির ২০ কোটি ডলার ঋণ
বাংলাদেশে ৭১৮ মেগাওয়াট ক্ষমতার কম্বাইন্ড সাইকেল গ্যাস চালিত বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও পরিচালনার জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে ২০০ মিলিয়ন (২০ কোটি) ডলারের চুক্তি স্বাক্ষর করেছে রিলায়েন্স বাংলাদেশ এলএনজি অ্যান্ড পাওয়ার লিমিটেড (আরবিএলপিএল)। এ সহায়তা তহবিলের ১০০ মিলিয়ন (১০ কোটি) ডলার দেবে এডিবি এবং বাকি ১০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এশিয়ার বেসরকারি অবকাঠামো তহবিল (এলইএপি)। এটি পরিচালনার দায়িত্বে থাকবে এডিবি। অর্থায়ন চুক্তিতে স্বাক্ষর করেন এডিবির প্রাইভেট সেক্টর অপারেশন বিভাগের দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া এবং পশ্চিম এশিয়ার অবকাঠামো অর্থায়নের পরিচালক শান্তনু চক্রবর্তী এবং আরবিএলপিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা রঞ্জন লোহার। এছাড়া জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন এবং আরও চারটি বাণিজ্যিক ব্যাংক এ প্রকল্পে অর্থায়ন করতে চুক্তিবদ্ধ হয়েছে।