দুই বছরের কিছু বেশি সময় আর ১৩ টেস্ট—শচীন টেন্ডুলকারের প্রথম টেস্ট সেঞ্চুরির অপেক্ষা এতটুকুই ছিল। কিন্তু একটু এদিক-ওদিক হলে, একটু বুঝেশুনে খেললে, তারুণ্যের চপলতা নিয়ন্ত্রণে রাখতে পারলে প্রথম টেস্ট সেঞ্চুরিটা ক্যারিয়ারের তৃতীয় মাসে ষষ্ঠ টেস্টেই পেয়ে যেতে পারতেন ভারতীয় ব্যাটিং কিংবদন্তি, এমনই মনে হচ্ছে নিউজিল্যান্ডের সাবেক পেসার ও বর্তমান ধারাভাষ্যকার ড্যানি মরিসনের।
সেঞ্চুরিটা পেলে টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানও হয়ে যেতে পারতেন টেন্ডুলকার, যে রেকর্ডে এখনো জ্বলজ্বলে বাংলাদেশের মোহাম্মদ আশরাফুলের নাম। ২০০১ সালে কলম্বোতে অভিষেক টেস্টে মুরালি-ভাসদের সামলেই মাত্র ১৭ বছর ৬১ দিন বয়সী আশরাফুলের ১১৪ রানের ইনিংসটি ঠাঁই করে নিয়েছে ক্রিকেটের রেকর্ড বইয়ে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.