লোকসানে বোয়িং এয়ারবাস
লোকসানের পাল্লা এতটাই ভারী যে ৫৩ বছর ধরে চলা বোয়িং সেভেন ফোর সেভেন মডেলের বিমান তৈরিই বন্ধ করে দিচ্ছে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। ১৯৭০ সাল থেকে আকাশে উড়ছে চার ইঞ্জিন বিশিষ্ট এই বিমান। ১৯৬৯ সালের ফেব্রুয়ারিতে এ বিমানের মেইডেন ফ্লাইট পরিচালনা করা হয়। আধুনিক দুই ইঞ্জিনের বিমানের সঙ্গে প্রতিযোগিতা আর লোকসানের ভারে স্থানীভাবে বন্ধ হচ্ছে বিমানটির নির্মাণ। এদিকে, করোনা মহামারিতে শেয়ারের দাম কিছুটা বাড়লেও দিনদিনই বাড়ছে লোকসানের পাল্লা। কোম্পানির শেয়ার বিক্রিতে লোকসান হচ্ছে আড়াই ডলার। আয় কমতে পারে ১ হাজার ৩শ' কোটি ডলার। সেভেন থ্রি সেভেন মডেলের বিমানের দুর্ঘটনা আর করোনা মহামারির ক্ষতি পুষিয়ে নিতে যুদ্ধ করছে বোয়িং।