![](https://media.priyo.com/img/500x/http://thesangbad.net/images/2020/July/31Jul20/fb_images/sangbad_bangla_1596163837.jpeg)
চাদপুর ও লক্ষ্মীপুরের অনেক গ্রামে আজ ঈদ
সংবাদ
প্রকাশিত: ৩১ জুলাই ২০২০, ১৭:১২
সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৪০ গ্রামে আজ শুক্রবার উদযাপিত হবে ঈদুল আজহা। দেশে রাষ্ট্রীয়ভাবে আগামী শনিবার (১ আগস্ট) ঈদ উৎসব পালন করা হবে। তবে এসব গ্রামে ৯০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন হচ্ছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- প্রত্যন্ত গ্রামাঞ্চল
- ঈদ আয়োজন